অরূপ পাল

অগ্নিবীণা বাজাও তুমি

                   অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!
          আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ॥
তেমনি ক'রে আপন হাতে   ছুঁলে আমার বেদনাতে,
          নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-'পরে ॥
     বাজে ব'লেই বাজাও তুমি সেই গরবে,
          ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে।
বিষম তোমার বহ্নিঘাতে   বারে বারে আমার রাতে
          জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ'রে ॥

রাগ : সাহানা

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৩ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৩০ সেপ্টেম্বর, ১৯১৪

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ৩০ সেপ্টেম্বর, ১৯১৪

অরূপ পাল - অন্যান্য নিবেদন