অরূপ পাল

এবার উজাড় করে

এবার   উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল।
     ফিরে চাও, ফিরে চাও,    ফিরে    চাও ওগো চঞ্চল॥
     চৈত্ররাতের বেলায়    নাহয়    এক প্রহরের খেলায়
          আমার    স্বপনস্বরূপিনী প্রাণে দাও পেতে অঞ্চল।
              যদি     এই ছিল গো মনে,
          যদি    পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে,
     তবে      ভাঙা খেলার ঘরে     নাহয়     দাঁড়াও ক্ষণেক-তরে----
     সেথা    ধুলায় ধুলায়     ছড়াও হেলায়    ছিন্ন ফুলের দল।

রাগ : দেশ

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ৩০ চৈত্র, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৩ এপ্রিল, ১৯১৫

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১৩ এপ্রিল, ১৯১৫

অরূপ পাল - অন্যান্য নিবেদন