অরূপ পাল

তুমি কেমন করে গান

তুমি        কেমন করে গান কর হে গুণী,
              অবাক হয়ে শুনি, কেবল শুনি।
                           সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,
                           সুরের হাওয়া চলে গগন বেয়ে,
                           পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে,
                                         বহিয়া যায় সুরের সুরধুনী।
       মনে করি অমনি সুরে গাই,
       কণ্ঠে আমার সুর খুঁজে না পাই।
                     কইতে কী চাই, কইতে কথা বাধে;
                     হার মেনে যে পরান আমার কাঁদে;
                     আমায় তুমি ফেলেছ কোন্‌ ফাঁদে
                                  চৌদিকে মোর সুরের জাল বুনি!

রাগ : খাম্বাজ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১০ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান :

স্বরলিপিকার: 1909

অরূপ পাল - অন্যান্য নিবেদন