বিধির বাঁধন কাটবে
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান--
তুমি কি এমন শক্তিমান!
আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান--
তোমাদের এমনি অভিমান ॥
চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নীচে--
এত বল নাই রে তোমার, সবে না সেই টান ॥
শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও,
হও-না যতই বড়ো আছেন ভগবান।
আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে,
বোঝা তোর ভারী হলেই ডুববে তরীখান।
রাগ : খাম্বাজ
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ২১ আশ্বিন, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1905
রচনাস্থান : গিরিডি
স্বরলিপিকার: 1905