অরূপ পাল

জাগরণে যায় বিভাবরী--

জাগরণে যায় বিভাবরী--
          আঁখি হতে ঘুম নিল হরি   মরি মরি॥
              যার লাগি ফিরি একা একা-- আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি   তারি বাঁশি বাজে হিয়া ভরি   মরি মরি॥
          বাণী নাহি, তবু কানে কানে   কী যে শুনি তাহা কেবা জানে।
              এই হিয়াভরা বেদনাতে,   বারি-ছলোছলো আঁখিপাতে,
ছায়া দোলে তারি ছায়া দোলে   ছায়া দোলে দিবানিশি ধরি   মরি মরি॥

রাগ : বেহাগ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1918

রচনাস্থান :

স্বরলিপিকার: 1918

অরূপ পাল - অন্যান্য নিবেদন