আমার যদি বেলা
আমার যদি বেলা যায় গো বয়ে জেনো জেনো
আমার মন রয়েছে তোমায় লয়ে॥
পথের ধারে আসন পাতি, তোমায় দেবার মালা গাঁথি--
জেনো জেনো তাইতে আছি মগন হয়ে॥
চলে গেল যাত্রী সবে
নানান পথে কলরবে।
আমার চলা এমনি ক'রে আপন হাতে সাজি ভ'রে--
জেনো জেনো আপন মনে গোপন রয়ে॥
রাগ : ভৈরবী
তাল : ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ) : 1328
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1921
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: 1921