ও যে মানে
                
                
            ও যে মানে না মানা।
    আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।'
যত বলি 'নাই রাতি--     মলিন হয়েছে বাতি'
        মুখপানে চেয়ে বলে, 'না, না, না।'
        বিধুর বিকল হয়ে খেপা পবনে        
        ফাগুন করিছে হাহা ফুলের বনে।    
আমি যত বলি 'তবে        এবার যে যেতে হবে'
    দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না, না, না।'
  
                
            
           
                        
                
                    রাগ : ভৈরবী
                    তাল : দাদরা
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1316
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1909