মনোজ মূরলী নায়ার

মেঘের কোলে কোলে

   মেঘের   কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা   ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি॥
          সুদূরের   বীণার স্বরে   কে ওদের   হৃদয় হরে
          দুরাশার   দুঃসাহসে উদাস করে--
সে কোন্‌   উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি॥
ওদের   ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,
অলক্ষ্যেতে লক্ষ ওদের-- পিছন-পানে তাকায় না রে।
          যে বাসা   ছিল জানা    সে ওদের   দিল হানা,
          না-জানার   পথে ওদের নাই রে মানা--
ওরা   দিনের শেষে দেখেছে কোন্‌ মনোহরণ আঁধার রাতি॥

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৭ ভাদ্র, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২ সেপ্টেম্বর, ১৯২১

রচনাস্থান : কলকাতা

স্বরলিপিকার: ২ সেপ্টেম্বর, ১৯২১

মনোজ মূরলী নায়ার - অন্যান্য নিবেদন