আনন্দ ও ইন্দ্রানী

এই লভিনু সঙ্গ

          এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর!
পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর   সুন্দর হে সুন্দর ॥
     আলোকে মোর চক্ষুদুটি     মুগ্ধ হয়ে উঠল ফুটি,
হৃদ্‌গগনে পবন হল সৌরভেতে মন্থর   সুন্দর হে সুন্দর ॥
          এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত,
          এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্চিত।
     তোমার মাঝে এমনি ক'রে   নবীন করি লও যে মোরে
এই জনমে ঘটালে মোর জন্ম-জনমান্তর   সুন্দর হে সুন্দর ॥

রাগ : দেশ

তাল : ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ) : ৩১ বৈশাখ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৪ মে, ১৯১৪

রচনাস্থান : রামগড়

স্বরলিপিকার: ১৪ মে, ১৯১৪

আনন্দ ও ইন্দ্রানী - অন্যান্য নিবেদন