সুজয়া শ্রাবন্তী

বড়ো আশা করে এসেছি গো

          বড়ো আশা ক'রে এসেছি গো,   কাছে ডেকে লও,
                       ফিরায়ো  না  জননী।।
          দীনহীনে কেহ চাহে না,   তুমি তারে রাখিবে জানি গো।
          আর আমি-যে কিছু চাহি নে,   চরণতলে বসে থাকিব।
          আর আমি-যে কিছু চাহি নে,   জননী ব’লে শুধু ডাকিব।
  তুমি না রাখিলে, গৃহ আর পাইব কোথা,   কেঁদে কেঁদে কোথা বেড়াব–
          ওই-যে  হেরি  তমসঘনঘোরা  গহন  রজনী।।

রাগ : ঝিঁঝিট

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1289

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882

রচনাস্থান :

স্বরলিপিকার: 1882

সুজয়া শ্রাবন্তী - অন্যান্য নিবেদন