ইন্দ্রানী

আমায় অভিমানের বদলে

আমায়           অভিমানের বদলে আজ নেব তোমার মালা।
আজ              নিশিশেষে শেষ করে দিই চোখের জলের পালা॥
আমার           কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে,
তোমার          চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ-গালা॥
ছিল              আমার আঁধারখানি, তারে তুমিই নিলে টানি,
তোমার          প্রেম এল যে আগুন হয়ে-- করল তারে আলা।  
সেই-যে          আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি
তারে             উজাড় করে সাজিয়ে দিলেম তোমার বরণডালা॥

রাগ : পিলু

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1328

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1921

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1921

ইন্দ্রানী - অন্যান্য নিবেদন