ছিলে কোথা বলো
ছিলে কোথা বলো,কত কী যে হল
জান না কি তা? হায় হায়, আহা!
মানদায়ে যায় যায় বাসবের প্রাণ—
এখানে কী কর, তুমি ফুলশর
তারে গিয়ে করো ত্রাণ।।
রাগ : অজ্ঞাত
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1286
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1879
রচনাস্থান :
স্বরলিপিকার: 1879