রত্না গুপ্ত

আমি ভয় করব না

          আমি ভয়        করব না ভয় করব না।
     দু বেলা      মরার আগে মরব না, ভাই, মরব না ॥
তরীখানা বাইতে গেলে  মাঝে মাঝে তুফান মেলে--
তাই ব'লে হাল ছেড়ে দিয়ে  ধরব না,       কান্নাকাটি ধরব না ॥
শক্ত যা তাই সাধতে হবে,  মাথা তুলে রইব ভবে--
সহজ পথে চলব ভেবে   পড়ব না,    পাঁকের 'পরে পড়ব না ॥
ধর্ম আমার মাথায় রেখে     চলব সিধে রাস্তা দেখে--
বিপদ যদি এসে পড়ে          সরব না,    ঘরের কোণে সরব না ॥

রাগ : বিভাস-বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1312

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1905

রচনাস্থান :

স্বরলিপিকার: 1905

রত্না গুপ্ত - অন্যান্য নিবেদন