অপরাজিতা চক্রবর্তী

মেঘের 'পরে মেঘ

মেঘের 'পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।
আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে।
কাজের দিনে নানা কাজে    থাকি নানা লোকের মাঝে,
আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে॥
তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।
দূরের পানে মেলে আঁখি     কেবল আমি চেয়ে থাকি,
পরান আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে॥

রাগ : মিশ্র সাহানা

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : আষাঢ়, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1909

অপরাজিতা চক্রবর্তী - অন্যান্য নিবেদন