মায়া সেন

কেন এলি রে, ভালোবাসিলি

কেন এলি রে, ভালোবাসিলি, ভালোবাসা পেলি নে।
কেন সংসারেতে উঁকি মেরে চলে গেলি নে।
সংসার কঠিন বড়ো কারেও সে ডাকে না,
কারেও সে ধরে রাখে না।
যে থাকে সে থাকে, আর যে যায় সে যায়,
কারো তরে ফিরেও না চায়।
হায় হায়, এ সংসারে যদি না পুরিল
আজন্মের প্রাণের বাসনা,
চলে যাও ম্লান মুখে, ধীরে ধীরে ফিরে যাও,
থেকে যেতে কেহ বলিবে না।
তোমার ব্যথা তোমার অশ্রু তুমি নিয়ে যাবে,
আর তো কেহ অশ্রু ফেলিবে না।

রাগ : ভৈরবী

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1292

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: 1885

মায়া সেন - অন্যান্য নিবেদন