শিঞ্জন সেনগুপ্ত

তারো তারো, হরি, দীনজনে

                       তারো তারো, হরি , দীনজনে।
         ডাকো তোমার পথে, করুণাময়,  পূজনসাধনহীন জনে।।
         অকূল সাগরে না হেরি ত্রাণ,  পাপে তাপে জীর্ণ এ প্রাণ–
         মরণমাঝারে শরণ দাও হে,   রাখো এ দুর্বল ক্ষীণজনে।।
         ঘেরিল যামিনী, নিভিল আলো,  বৃথা কাজে মম দিন ফুরালো–
         পথ নাহি, প্রভু, পাথেয় নাহি– ডাকি তোমারে প্রাণপণে।
         দিকহারা সদা মরি যে ঘুরে,  যাই তোমা হতে দূর সুদূরে,
         পথ হারাই রসাতলপুরে– অন্ধ এ লোচন মোহঘনে।।

রাগ : কাফি

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1292

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

শিঞ্জন সেনগুপ্ত - অন্যান্য নিবেদন