ওরে ওরে ওরে
ওরে ওরে ওরে, আমার মন মেতেছে,
তারে আজ থামায় কে রে।
সে যে আকাশ-পানে হাত পেতেছে,
তারে আজ নামায় কে রে।
ওরে ওরে ওরে, আমার মন মেতেছে, আমারে থামায় কে রে॥
ওরে ভাই, নাচ্ রে ও ভাই, নাচ্ রে--
আজ ছাড়া পেয়ে বাঁচ্ রে--
লাজ ভয় ঘুচিয়ে দে রে।
তোরে আজ থামায় কে রে॥
রাগ : পিলু
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : আষাঢ়, ১৩১৮
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1911
রচনাস্থান :
স্বরলিপিকার: 1911