শান্তনু দাশগুপ্ত

এ কী সুধারস

এ কী সুধারস আনে
     আজি মম মনে প্রাণে॥
সে যে চিরদিবসেরই,    নূতন তাহারে হেরি--
বাতাস সে মুখ ঘেরি মাতে গুঞ্জনগানে॥
পুরাতন বীণাখানি    ফিরে পেল হারা বাণী।
নীলাকাশ শ্যামধরা    পরশে তাহারি ভরা--
ধরা দিল অগোচরা নব নব সুরে তানে॥

রাগ : বেহাগ-খাম্বাজ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923

রচনাস্থান :

স্বরলিপিকার: 1923

শান্তনু দাশগুপ্ত - অন্যান্য নিবেদন