রাখী সরকার

হল না লো,

হল না লো, হল না, সই, হায়--
মরমে মরমে লুকানো রহিল,   বলা হল না।
বলি বলি বলি তারে   কত মনে করিনু--
হল না লো, হল না সই॥
না কিছু কহিল,   চাহিয়া রহিল,
গেল সে চলিয়া,   আর সে ফিরিল না।
ফিরাব ফিরাব ব'লে   কত মনে করিনু--
হল না লো, হল না সই॥

রাগ : মিশ্র হাম্বীর-কীর্তন

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1291

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

রাখী সরকার - অন্যান্য নিবেদন