হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব--
নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে,
কোন্ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া।
স্বপনরূপিণী অলোকসুন্দরী
অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী,
তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে॥
রাগ : বেহাগ
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : ২৮ কার্তিক, ১৩৪০
রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৪ নভেম্বর, ১৯৩৩
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ১৪ নভেম্বর, ১৯৩৩