অনিন্দ্য নারায়ণ বিশ্বাস

আর কত দূরে

     আর কত দূরে আছে সে আনন্দধাম।
আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি ॥
     রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী--
     করো কৃপা অনাথে হে বিশ্বজনজননী ॥
অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে--
বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে।
     আজি সন্ধ্যাসমীরণে লহো শান্তিনিকেতনে,
     স্নেহকরপরশনে চিরশান্তি দেহো আনি ॥

রাগ : হাম্বীর

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1303

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1896

রচনাস্থান :

স্বরলিপিকার: 1896

অনিন্দ্য নারায়ণ বিশ্বাস - অন্যান্য নিবেদন