কামিনী ফুল (kamini phul)

        ছি ছি সখা কি করিলে,    কোন্‌ প্রাণে পরশিলে

              কামিনীকুসুম ছিল বন আলো করিয়া--

        মানুষপরশ-ভরে            শিহরিয়া সকাতরে

              ওই যে শতধা হয়ে পড়িল গো ঝরিয়া।

        জান ত কামিনী সতী,       কোমল কুসুম অতি

              দূর হ'তে দেখিবারে, ছুঁইবারে নহে সে--

        দূর হ'তে মৃদু বায়,          গন্ধ তার দিয়ে যায়,

              কাছে গেলে মানুষের শ্বাস নাহি  সহে সে।

        মধুপের পদক্ষেপে          পড়িতেছে কেঁপে কেঁপে,

              কাতর হতেছে কত প্রভাতের সমীরে!

        পরশিতে রবিকর           শুকায়েছে কলেবর,

              শিশিরের ভরটুকু সহিছে না শরীরে।

        হেন কোমলতাময়          ফুল কি না-ছুঁলে নয়!

              হায় রে কেমন বন ছিল আলো করিয়া!

        মানুষপরশ-ভরে            শিহরিয়া সকাতরে,

              ওই যে শতধা হয়ে পড়িল গো ঝরিয়া!

 

 

  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.