মুক্তির উপায় (phalguni)

    ১৫ ফাল্গুন, ১৩২২ 


     

    ভূমিকা

    রাজা; মন্ত্রী; শ্রুতিভূষণ; কবিশেখর; নববসন্তের দূতগণ; শীত; নবযৌবনের দল; চন্দ্রহাস - উক্ত দলের প্রিয়সখা; দাদা - উক্ত দলের প্রবীণ যুবক; জীবন সর্দার - সর্দার উক্ত দলের নেতা; অন্ধ বাউল; মাঝি; কোটাল; অনাথ কলু ইত্যাদি
    এই নাট্যকাব্যে নবযৌবনের দল যেখানে কথাবার্তা কহিতেছে সেখানে চন্দ্রহাস , দাদা ও সর্দার ছাড়া আর কাহারো নাম নির্দিষ্ট নাই । দলের অন্য সকলে যে যেটা খুশি বলিতে পারে এবং তাহাদের লোকসংখ্যারও সীমা করিয়া দেওয়া হয় নাই
    •  
    •  

    Rendition

    Please Login first to submit a rendition. Click here for help.