তাসের দেশ (taser desh)

    ১৪। ১। ৩৯  শান্তিনিকেতন


     

    উৎসর্গ

    কল্যাণীয় শ্রীমান সুভাষচন্দ্র,


    স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ, সেই কথা স্মরণ ক'রে তোমার নামে "তাসের দেশ' নাটিকা উৎসর্গ করলুম।


    শান্তিনিকেতন, মাঘ, ১৩৪৫


    রবীন্দ্রনাথ ঠাকুর


    খরবায়ু বয় বেগে,
    চারি দিক ছায় মেঘে,
    ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
    তুমি কষে ধরো হাল,
    আমি তুলে বাঁধি পাল--
    হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
    শৃঙ্খলে বারবার
    ঝন্‌ঝন্‌ ঝংকার,
    নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার--
    বন্ধন দুর্বার
    সহ্য না হয় আর,
    টলমল করে আজ তাই ও।
    হাঁই মারো, মারো টান হাঁইয়ো।
    গণি গণি দিন খন
    চঞ্চল করি মন
    বোলো না, যাই কি নাহি যাই রে।
    সংশয়পারাবার
    অন্তরে হবে পার,
    উদ্‌বেগে তাকায়ো না বাইরে।
    যদি মাতে মহাকাল,
    উদ্দাম জটাজাল
    ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল,
    হোয়ো নাকো কুণ্ঠিত,
    তালে তার দিয়ো তাল,
    জয়-জয় জয়গান গাইয়ো।
    হাঁই মারো, মারো টান হাঁইয়ো।
    •  
    •  

    Rendition

    Please Login first to submit a rendition. Click here for help.