রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ ভাদ্র, ১২৯৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1892

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

১১৩ (ogo tomra sobai)

          ওগো,   তোমরা সবাই ভালো--

যার অদৃষ্টে যেমনি জুটেছে, সেই আমাদের ভালো--

আমাদের এই আঁধার ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বালো ॥

     কেউ বা অতি জ্বলো-জ্বলো,   কেউ বা ম্লান' ছলো-ছলো,

     কেউ বা কিছু দহন করে,   কেউ বা স্নিগ্ধ আলো ॥

নূতন প্রেমে নূতন বধূ   আগাগোড়া কেবল মধু,

পুরাতনে অম্ল-মধুর   একটুকু ঝাঁঝালো।

     বাক্য যখন বিদায় করে   চক্ষু এসে পায়ে ধরে,

     রাগের সঙ্গে অনুরাগে সমান ভাগে ঢালো ॥

আমরা তৃষ্ঞা, তোমরা সুধা-- তোমরা তৃপ্তি, আমরা ক্ষুধা--

তোমার কথা বলতে কবির কথা ফুরালো।

     যে মূর্তি নয়নে জাগে   সবই আমার ভালো লাগে--

     কেউ বা দিব্যি গৌরবরন,   কেউ বা দিব্যি কালো ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.