রাগ: ঝিঁঝিট

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1296

রচনাকাল (খৃষ্টাব্দ): 1889

১২২ (ebar jamer duyor)

এবার        যমের দুয়োর খোলা পেয়ে ছুটেছে সব ছেলেমেয়ে।

                        হরিবোল হরি বোল হরিবোল॥

              রাজ্য জুড়ে মস্ত খেলা, মরণ-বাঁচন-অবহেলা--

ও ভাই,     সবাই মিলে প্রাণটা দিলে সুখ আছে কি মরার চেয়ে।

                        হরিবোল হরি বোল হরিবোল॥

              বেজেছে ঢোল, বেজেছে ঢাক, ঘরে ঘরে পড়েছে ডাক,

এখন        কাজকর্ম চুলোতে যাক--  কেজো লোক সব আয় রে ধেয়ে।

                        হরিবোল হরি বোল হরিবোল॥

              রাজা প্রজা হবে জড়ো    থাকবে না আর ছোটো বড়ো--

একই        স্রোতের মুখে ভাসবে সুখে বৈতরণীর নদী বেয়ে।

                        হরিবোল হরি বোল হরিবোল॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.