রাগ: কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ বৈশাখ, ১২৯৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ মে, ১৮৮৯

রচনাস্থান: খিরকী, পুনে

৫ (sukhe thako ar sukhi karo)

              সুখে থাকো আর সুখী করো সবে,

              তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥

              মঙ্গলের পথে থেকো নিরন্তর,

              মহত্ত্বের 'পরে রাখিয়ো নির্ভর--

ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো   সংশয়নিশীথে সংসার-অর্ণবে॥

চিরসুধাময় প্রেমের মিলন   মধুর করিয়া রাখুক জীবন,

দুজনার বলে সবল দুজন   জীবনের কাজ সাধিয়ো নীরবে॥

              কত দুঃখ আছে, কত অশ্রুজল--

              প্রেমবলে তবু থাকিয়ো অটল।

তাঁহারি ইচ্ছা হউক সফল   বিপদে সম্পদে শোকে উৎসবে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.