রাগ: মিশ্র কানাড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩১ মার্চ, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৩৫ (amar latar pratham mukul)

     আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে,

          শুধায় আমারে 'এসেছি এ কোন্‌খানে'॥

              এসেছ আমার জীবনলীলার রঙ্গে,

                   এসেছ আমার তরল ভাবের ভঙ্গে,

              এসেছ আমার স্বরতরঙ্গ-গানে॥

আমার লতার প্রথম মুকুল প্রভাত-আলোক-মাঝে

          শুধায় আমারে 'এসেছি এ কোন্‌ কাজে'।

     টুটিতে গ্রন্থি কাজের জটিল বন্ধে,

          বিবশ চিত্ত ভরিতে অলস গন্ধে,

              বাজাতে বাঁশরি প্রেমাতুর দুনয়ানে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.