রাগ: পিলু

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

১৪২ (amar paran jaha chay)

আমার    পরান যাহা চায় তুমি    তাই, তুমি তাই গো।

তোমা     ছাড়া আর এ জগতে মোর    কেহ নাই কিছু নাই গো॥

তুমি       সুখ যদি নাহি পাও,    যাও    সুখের সন্ধানে যাও--

আমি      তোমারে পেয়েছি হৃদয়মাঝে,    আর কিছু নাহি চাই গো॥

আমি      তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,

          দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,    দীর্ঘ বরষ মাস।

যদি      আর-কারে ভালোবাস,    যদি    আর ফিরে নাহি আস,

তবে,    তুমি যাহা চাও, তাই যেন পাও,    আমি যত দুখ পাই গো॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.