রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৭২ (ke bale jao jao)

কে বলে 'যাও যাও'--  আমার      যাওয়া তো নয় যাওয়া।

     টুটবে আগল বারে বারে তোমার দ্বারে,

লাগবে আমায় ফিরে ফিরে    ফিরে-আসার হাওয়া ॥

     ভাসাও আমায় ভাঁটার টানে    অকূল-পানে,

আবার      জোয়ার-জলে তীরের তলে    ফিরে তরী বাওয়া ॥

              পথিক আমি, পথেই বাসা--

          আমার    যেমন যাওয়া তেমনি আসা।

              ভোরের আলোয় আমার তারা

                   হোক-না হারা,

আবার    জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.