রাগ: খাম্বাজ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ বৈশাখ, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

২৬৭ (se je pashe ese basechhila)

সে যে    পাশে এসে বসেছিল,    তবু জাগি নি।

কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনি॥

     এসেছিল নীরব রাতে,    বীণাখানি ছিল হাতে--

     স্বপনমাঝে বাজিয়ে গেল    গভীর রাগিণী॥

জেগে দেখি দখিন-হাওয়া,    পাগল করিয়া

গন্ধ তাহার ভেসে বেড়ায়    আঁধার ভরিয়া।

     কেন আমার রজনী যায়,    কাছে পেয়ে কাছে না পায়--

     কেন গো তার মালার পরশ    বুকে লাগি নি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.