রাগ: কীর্তন

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ আষাঢ়, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ জুলাই, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৮৪ (ekla base eke eke)

একলা ব'সে একে একে অন্যমনে   পদ্মের দল ভাসাও জলে অকারণে।

হায় রে, বুঝি কখন তুমি গেছ ভুলে   ও যে আমি এনেছিলেম আপনি তুলে,

              রেখেছিলেম প্রভাতে ওই চরণমূলে   অকারণে--

              কখন তুলে নিলে হাতে যাবার ক্ষণে   অন্যমনে॥

              দিনের পরে দিনগুলি মোর এমনি ভাবে

              তোমার হাতে ছিঁড়ে হারিয়ে যাবে।

              সবগুলি এই শেষ হবে যেই তোমার খেলায়

              এমনি তোমার আলস-ভরা অবহেলায়

     হয়তো তখন বাজবে ব্যথা সন্ধেবেলায়   অকারণে--

     চোখের জলের লাগবে আভাস নয়নকোণে   অন্যমনে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.