রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

২৯ (ma ki tui )

     মা কি তুই       পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে?

     তারা যে         করে হেলা, মারে ঢেলা, ভিক্ষাঝুলি দেখতে পেলে ॥

                        করেছি      মাথা নিচু,    চলেছি   যাহার পিছু

                             যদি বা     দেয় সে কিছু অবহেলে--

     তবু কি          এমনি করে ফিরব ওরে আপন মায়ের প্রসাদ ফেলে?।

                        কিছু মোর  নেই ক্ষমতা    সে যে ঘোর   মিথ্যে কথা,

                        এখনো     হয় নি মরণ শক্তিশেলে--

     আমাদের         আপন শক্তি আপন ভক্তি চরণে তোর দেব মেলে ॥

                        নেব গো          মেগে-পেতে   যা আছে    তোর ঘরেতে,

                             দে গো তোর   আঁচল পেতে চিরকেলে--

আমাদের    সেইখেনে মান,   সেইখেনে প্রাণ,   সেইখেনে দিই হৃদয় ঢেলে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.