রাগ: জয়জয়ন্তী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

৫ (tumi he premer rabi)

              তুমি হে প্রেমের রবি  আলো করি চরাচর 

              যত করো বিতরণ  অক্ষয় তোমার কর । 

              দুজনের আঁখি-’পরে  তুমি থাকো আলো ক’রে–

              তা হলে আঁধারে আর  বলো হে কিসের ডর । 

              তোমারে হারায় যদি  দুজনে হারাবে দোঁহে–

              দুজনে কাঁদিবে বসি  অন্ধ হয়ে ঘন মোহে,

              এমনি আঁধার হবে  পাশাপাশি বসে রবে 

              তবুও দোঁহার মুখ  চিনিবে না পরস্পর । 

              দেখো, প্রভু, চিরদিন  আঁখি-’পরে থেকো জেগে–

              তোমারে ঢাকে না যেন  সংসারের ঘন মেঘে । 

              তোমারি আলোকে বসি  উজল-আনন-শশী 

              উভয়ে উভয়ে হেরে  পুলকিতকলেবর ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.