রাগ: সাহানা

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ বৈশাখ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মে, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

৮ (tahar asim mangal lok hote)

                 তাঁহার অসীম মঙ্গললোক হতে 

                    তোমাদের এই হৃদয়বনচ্ছায়ে 

                 অনন্তেরই পরশরসের স্রোতে 

                    দিয়েছে আজ বসন্ত জাগায়ে । 

                 তাই সুধাময় মিলনকুসুমখানি 

                 উঠল ফুটে কখন নাহি জানি–

                 এই কুসুমের পূজার অর্ঘ্যখানি 

                    প্রণাম করো দুইজনে তাঁর পায়ে । 

                 সকল বাধা যাক তোমাদের ঘুচে,

                    নামুক তাঁহার আশীর্বাদের ধারা । 

                 মলিন ধুলার চিহ্ন সে দিক মুছে,

                    শান্তিপবন বহুক বন্ধহারা । 

                 নিত্যনবীন প্রেমের মাধুরীতে 

                 কল্যাণফল ফলুক দোঁহার চিতে,

                 সুখ তোমাদের নিত্য রহুক দিতে 

                     নিখিলজনের আনন্দ বাড়ায়ে ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.