রাগ: দেশ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1284

রচনাকাল (খৃষ্টাব্দ): 1877

স্বরলিপিকার: সরলা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

৮ (tomari tare ma sapinu e daho)

     তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ।  তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ ।।

     তোমারি শোকে এ আঁখি বরষিবে,   এ বীণা তোমারি গাহিবে গান ।।

     যদিও এ বাহু অক্ষম দুর্বল  তোমারি কার্য সাধিবে ।

     যদিও এ অসি কলঙ্কে মলিন  তোমারি পাশ নাশিবে ।।

     যদিও, হে দেবী, শোণিতে আমার  কিছুই তোমার হবে না

     তবু, ওগো মাতা পারি তা ঢালিতে  একতিল তব কলঙ্ক ক্ষালিতে—

                নিভাতে তোমার যাতনা ।

     যদিও, জননী, যদিও আমার  এ বীণায় কিছু নাহিক বল

     কী জানি যদি, মা, একটি সন্তান  জাগি উঠে শুনি এ বীণাতান ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.