রাগ: ভৈরবী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1308

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

৭০ (ogo debota amar pashan debota)

 ওগো      দেবতা আমার, পাষাণদেবতা, হৃদিমন্দিরবাসী,

            তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি। 

            প্রভাত আমার সন্ধ্যা হইল, অন্ধ হইল আঁখি।

            এ পূজা কি তবে সবই বৃথা হবে।  কেঁদে কি ফিরিবে দাসী। 

            এবার প্রাণের সকল বাসনা সাজায়ে এনেছি থালি। 

            আঁধার দেখিয়া আরতির তরে প্রদীপ এনেছি জ্বালি। 

            এ দীপ যখন নিবিবে তখন কী রবে পূজার তরে। 

            দুয়ার ধরিয়া দাঁড়ায়ে রহিব নয়নের জলে ভাসি।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.