রাগ: মিশ্র দেশ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1286

রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

১২ (kachhe tar jai jadi)

           কাছে তার যাই যদি          কত যেন পায় নিধি,

                তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না ।

           কখনো বা মৃদু হেসে         আদর করিতে এসে

                সহসা শরমে বাধে, মন উঠে উঠে না ।

           রোষের ছলনা করি         দূরে যাই, চাই ফিরি—

                চরণ-বারণ-তরে উঠে-উঠে উঠে না ।

           কাতর নিশ্বাস ফেলি          আকুল নয়ন মেলি

                চাহি থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না ।

           যখন ঘুমায়ে থাকি           মুখপানে মেলি আঁখি

                চাহি থাকে, দেখি দেখি সাধ যন মিটে না ।

           সহসা উঠিলে জাগি          তখন কিসের লাগি

                শরমেতে ম’রে গিয়ে কথা যেন ফুটে না ।

           লাজময়ী, তোর চেয়ে         দেখি নি লাজুক মেয়ে,

                প্রেমবরিষার স্রোতে লাজ তবু টুটে না ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.