রাগ: ছায়ানট

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

২৩ (bhikkhe de go bhikkhe de)

                       ভিক্ষে দে গো, ভিক্ষে দে ।

               দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলি নে ।

               লক্ষ্মী তোদের সদয় হোন, ধনের উপর বাড়ুক ধন—

      আমি    একটি মুঠো অন্ন চাই গো,  তাও কেন পাই নে ।

               ওই রে সূর্য উঠল মাথায়,  যে যার ঘরে চলেছে ।

               পিপাসাতে ফাটছে ছাতি, চলতে আর যে পারি নে ।

               ওরে তোদের অনেক আছে, আরো অনেক হবে—

               একটি মুঠো দিবি শুধু আর কিছু চাহি নে ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.