রাগ: পূরবী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1900

৬১ (bhabga deuler debota)

                    ভাঙা দেউলের দেবতা,

          তব বন্দনা রচিতে, ছিন্না বীণার তন্ত্রী বিরতা ।

          সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ তোমার আরতিবারতা ।

          তব মন্দির স্থিরগম্ভীর, ভাঙা দেউলের দেবতা ।।

                    তব জনহীন ভবনে

          থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নববসন্তপবনে ।

          যে ফুলে রচে নি পূজার অর্ঘ্য, রাখে নি ও রাঙা চরণে,

          সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে ।।

                    পূজাহীন তব পূজারি

          কোথা সারা দিন ফিরে উদাসীন কার প্রসাদের ভিখারি ।

          গোধূলিবেলায় বনের ছায়ায় চির-উপবাস-ভুখারি

          ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারি ।

                    ভাঙা দেউলের দেবতা,

          কত উৎসব হইল নীরব, কত পূজানিশা বিগতা ।

          কত বিজয়ায় নবীন প্রতিমা কত যায় কত কব তা—

          শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.