রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ সেপ্টেম্বর, ১৯২১

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৬১ (megher kole kole)

   মেঘের   কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।

ওরা   ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি॥

          সুদূরের   বীণার স্বরে   কে ওদের   হৃদয় হরে

          দুরাশার   দুঃসাহসে উদাস করে--

সে কোন্‌   উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি॥

ওদের   ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,

অলক্ষ্যেতে লক্ষ ওদের-- পিছন-পানে তাকায় না রে।

          যে বাসা   ছিল জানা    সে ওদের   দিল হানা,

          না-জানার   পথে ওদের নাই রে মানা--

ওরা   দিনের শেষে দেখেছে কোন্‌ মনোহরণ আঁধার রাতি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.