রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

১০৭ (bhor theke aj)

ভোর থেকে আজ বাদল ছুটেছে-- আয় গো আয়।

কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়॥

     ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট--

     ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট--

পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়॥

তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা,

     কলস পাকড়ি আঁকড়িয়া বুকে

     ভরা জলে তোরা ভেসে যাবি সুখে

তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়-- আয় গো আয়॥

মেঘ ছুটে গেল, নাই গো বাদল-- আয় গো আয়।

আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায়-- আয় গো আয়।

          এ ঘাট হইতে ও ঘাটে তাহার

          কথা বলাবলি নাহি চলে আর,

একাকার হল তীরে আর নীরে তাল-তলায়--   আয় গো আয়॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.