রাগ: পিলু-মূলতান

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২১ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ মার্চ, ১৩২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৮৭ (he sanyasi himgiri)

হে সন্ন্যাসী,

     হিমগিরি ফেলে   নীচে নেমে এলে   কিসের জন্য।

     কুন্দমালতী   করিছে মিনতি,   হও প্রসন্ন॥

          যাহা-কিছু ম্লান বিরস জীর্ণ   দিকে দিকে দিলে করি বিকীর্ণ।

          বিচ্ছেদভারে   বনচ্ছায়ারে   করে বিষণ্ন-- হও প্রসন্ন॥

     সাজাবে কি ডালা, গাঁথিবে কি মালা   মরণসত্রে!

     তাই উত্তরী   নিলে ভরি ভরি   শুকানো পত্রে?

          ধরণী যে তব তাণ্ডবে সাথি   প্রলয়বেদনা নিল বুকে পাতি।

          রুদ্র, এবারে বরবেশে তারে   করো গো ধন্য-- হও প্রসন্ন॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.