রাগ: মূলতান

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৯৬ (ebar el samay re)

এবার এল সময় রে তোর শুক্‌নো-পাতা-ঝরা--

যায় বেলা যায়, রৌদ্র হল খরা ॥

     অলস ভ্রমর ক্লান্তপাখা মলিন ফুলের দলে

     অকারণে দোল দিয়ে যায় কোন্‌ খেয়ালের ছলে।

              স্তব্ধ বিজন ছায়াবীথি

                        বনের-ব্যথা-ভরা ॥

মনের মাঝে গান থেমেছে, সুর নাহি আর লাগে--

শ্রান্ত বাঁশি আর তো নাহি জাগে।

     যে গেঁথেছে মালাখানি সে গিয়েছে ভুলে,

     কোন্‌কালে সে পারে গেল সুদূর নদীকূলে।

                   রইল রে তোর অসীম আকাশ,

                        অবাধপ্রসার ধরা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.