রাগ: মিশ্র ছায়ানট

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1326

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ মার্চ, ১৯২০

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৬১ (madhabi hathat kotha hate)

মাধবী   হঠাৎ কোথা হতে    এল   ফাগুন-দিনের স্রোতে।

          এসে   হেসেই বলে, "যা ই   যা ই   যাই।'

পাতারা     ঘিরে দলে দলে   তারে    কানে কানে বলে,

                   "না   না   না।'

              নাচে    তা ই   তা ই   তাই॥

আকাশের   তারা বলে তারে,   "তুমি   এসো গগন-পারে,

              তোমায়   চা ই   চা ই   চাই।'

পাতারা       ঘিরে দলে দলে   তারে     কানে কানে বলে,

                   "না   না   না।'

              নাচে   তা ই   তা ই   তাই॥

বাতাস   দখিন হতে আসে,   ফেরে   তারি পাশে পাশে,

              বলে,    "আ য়   আ য়   আয়'॥

বলে,   "নীল অতলের কূলে   সুদূর    অস্তাচলের মূলে

              বেলা   যা য়   যা য় যায়।

বলে,   "পূর্ণশশীর রাতি   ক্রমে   হবে মলিন-ভাতি,

              সময়   না ই   না ই   নাই।'

পাতারা     ঘিরে দলে দলে   তারে   কানে কানে বলে,

                   "না   না   না।'

               নাচে   তা ই   তা ই   তাই॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.