রাগ: সাহানা

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1318

রচনাকাল (খৃষ্টাব্দ): 1912

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৮১ (mama antara udase)

মম অন্তর উদাসে

পল্লবমর্মরে কোন্‌   চঞ্চল বাতাসে॥

     জ্যোৎস্নাজড়িত নিশা   ঘুমে-জাগরণে-মিশা

     বিহ্বল আকুল কার   অঞ্চলসুবাসে॥

থাকিতে না দেয় ঘরে,   কোথায় বাহির করে

সুন্দর সুদূরে কোন্‌ নন্দন-আকাশে।

     অতীত দিনের পারে   স্মরণসাগর-ধারে

     বেদনা লুকানো কোন্‌   ক্রন্দন-আভাসে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.