রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৬ মাঘ, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ জানুয়ারি, ১৯২৮

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৫৬ (amar na bala banir)

আমার  না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে

                 তোমার ভাবনা তারার মতন বাজে ॥

         নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে

         না-দেখা ফুলের গোপন গন্ধ ফিরে,

আমার  লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে--

                 অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে ॥

ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান

                 তোমায় আমার গান।

         পরানের সাজি সাজাই খেলার ফুলে,

         জানি না কখন নিজে বেছে লও তুলে--

তুমি    অলখ আলোকে নীরবে দুয়ার খুলে

         প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.