রাগ: আশাবরী-ভৈরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ মাঘ, ১৩১২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1906

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

৬৭ (ami keman kariye janaba amar)

আমি    কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো--

                   আমার   জুড়ালো হৃদয় প্রভাতে।

আমি    কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি কুড়ালো--

                   ডুবিয়া   নিবিড় গভীর শোভাতে ॥

আজ    গিয়েছি সবার মাঝারে, সেথায় দেখেছি আলোক-আসনে--

                   দেখেছি   আমার হৃদয়রাজারে।

আমি    দুয়েকটি কথা কয়েছি তা সনে সে নীরব সভা-মাঝারে--

                   দেখেছি   চিরজনমের রাজারে ॥

এই      বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে

                   কেমনে মিলে গেছে মোর তনুতে--

তাই    এ গগন-ভরা প্রভাত পশিল আমার অণুতে অণুতে।

আজ    ত্রিভুবন-জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো--

                   যেন রে   নিঃশেষে আজি ফুরালো।

আজ    যেখানে যা হেরি সকলেরই মাঝে জুড়ালো জীবন জুড়ালো--

                   আমার     আদি ও অন্ত জুড়ালো ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.