রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

৮৪ (andhakarer majhe amay dharechha dui)

          অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।

          কখন্‌ তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে?।

ভেবেছিলেম, জীবনস্বামী,   তোমায় বুঝি হারাই আমি--

          আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ॥

          যে নিথীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো

          তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো।

তোমার পথে চলা যখন           ঘুচে গেল, দেখি তখন

          আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.