রাগ: ইমন-বিলাবল

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1302

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

১২৫ (padaprante rakh sebake)

          পাদপ্রান্তে রাখ' সেবকে,

          শান্তিসদন সাধনধন দেবদেব হে ॥

সর্বলোকপরমশরণ,   সকলমোহকলুষহরণ,

দুঃখতাপবিঘ্নতরণ, শোকশান্তস্নিগ্ধচরণ,

          সতরূপ প্রেমরূপ হে,

          দেবমনুজবন্দিতপদ বিশ্বভূপ হে ॥

হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু,   তুমি অপার প্রেমসিন্ধু।

যাচে তৃষিত অমিয়বিন্দু,   করুণালয় ভক্তবন্ধু

          প্রেমনেত্রে চাহ' সেবকে,

          বিকশিতদল চিত্তকমল হৃদয়দেব হে ॥

          পুণ্যজ্যোতিপূর্ণ গগন,   মধুর হেরি সকল ভুবন,

          সুধাগন্ধমুদিত পবন, ধ্বনিতগীত হৃদয়ভবন।

          এস' এস' শূন্য জীবনে,

          মিটাও আশ সব তিয়াষ অমৃতপ্লাবনে ॥

দেহ' জ্ঞান, প্রেম দেহ',   শুষ্ক চিত্তে বরিষ স্নেহ।

ধন্য হোক হৃদয় দেহ,   পুণ্য হোক সকল গেহ।

          পাদপ্রান্তে রাখ' সেবকে,

          শান্তিসদন সাধনধন দেবদেব হে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.